মায়ের ভাষাসরবত আলি মণ্ডল (বালকী)
রূদ্ধ করতে মায়ের ভাষা
হেনেছে আঘাত বুলেটের
প্লাবিত হয়েছে রাজপথ
তাজা রক্তে, খান সেনার।
হেনেছে আঘাত বুলেটের
প্লাবিত হয়েছে রাজপথ
তাজা রক্তে, খান সেনার।
বাংলা আমার হৃদয়ে গাঁথা
বাংলা আমার অঙ্কুরিত বীজ,
এ ভাষার তুলির টানে,
পরকে করেছে আপন
বর্ণে -শব্দে - বাক্যে, কবিতা- গানে
হাসি কান্নার আলিঙ্গনে
এটা আমার অহংকার।
ভাষা হারানোর বেদনা যেন
হারানো সপ্ত সুর
কিংবা জননীর গর্ভ যন্ত্রনা।
বাহান্নর রক্ত ঝরা দিনে
আঘাত হানে স্মৃতির কোটরে
বুলেট বিদ্ধ, বাঁচাতে মায়ের ভাষা
শহীদ হলেন সালাম, বরকত, রফিক, জব্বার
সেলাম তোমাদের, সেলাম।