বর্ণশ্রী বকসী
শারদ সংগীত
অলঙ্করণ : বিশ্বজিৎ মণ্ডল |
দূর থেকে মৃদু মন্দ বাতাস স্পর্শ করে
ভেসে আসে অপরূপা শিউলির সুবাস
কাঠামোয় মাটি লাগে, খোদিত হয়-
অলৌকিক মায়া সৌন্দর্য মথিত
নারী মূর্তি,
মোহিনী তনুবল্লরীতে সূর্যের তেজ!
ক্রমে শেষ হয় পিতৃপক্ষের তর্পণ
বীরেন্দ্র ভদ্রের কণ্ঠে সূচিত হয়
মাতৃকাশক্তির আরাধনার পক্ষ,
কাশফুলের মাধুর্য ঢাকের শরীরে
এভাবেই বসরান্তে দুর্গাপুজো আসে
পদ্মগন্ধা হাওয়ায় মিলন সংগীত ঝরে অবিরত ।