অপর্ণা বসুবাগান
অলঙ্করণ : বিশ্বজিৎ মণ্ডল |
প্রতিটা বাগান খোঁজে ফুল ও ভ্রমর
তবুও সময় চলে গেলে, সকল শব্দই নিরুত্তর
নিঃসঙ্গ হয় চরাচর
বেলাশেষে ভাঙ্গা গানে তরী ডোবে নদীটির বুকে
শুধু একটা প্রশ্ন জেগে থাকে
তুমি কি দিয়েছ আমাকে ?
কিছুই দেয়না কেউ ,দুই হাত নিতে শুধু জানে
হৃদয়কে ভালোবেসে বাগানের ফুল বোঝে
আনন্দ গ্রহণে না, দানে
দিইনি কিছুই তবু, কেন মনে হয় ?
ভালোবাসা হেরে গেছে------
এখন বাগান জুড়ে হেমন্ত সময়।