মহঃ রা ফি উ ল আ ল ম
প্রেম একবারই এসেছিল নীরবে
অলঙ্করণ : বিশ্বজিৎ মণ্ডল |
প্রেম একবারই এসেছিল নীরবে–
সিঙ্কনার বাকলে; সকালের রোদ্দুরের মতো মিষ্টি।
শিশিরভেজা ঘাসফুলের মতো সিক্ত।
আবেগের তারল্যে ভাসিয়েছিলাম নাও
আরব উপকূলে—জোনাকি পথ বেয়ে।
উদ্ভিদের সমস্ত সবুজটুকু মেখে
আমি প্রেমিক হয়ে উঠতে চেয়েছিলাম।
কত রঙ-বেরঙের প্রজাপতি;সন্ধ্যতারা ফুল—জোনাকির মেলা—রঙিন কাঁচের পৃথিবী—আর আমি স্বপ্ন-সওদাগর।
যেন কোনো রূপকথার নগরী।
নীল পরী---লাল পরী----
ব্যঙ্গমা আর ব্যঙ্গমীর চোখে সাজিয়েছিলাম
হ্যামিং পাখির সংসার।
বিকেলের রোয়াকে
বাগান-ঝর্ণা-কূপ-হ্রদের পাশাপাশি---
পুঁতেছিলাম একটা আল হাসা মরুদ্যান।
আর ছিল 'হেসাবি লাল চালে'র চাষ।
তারপর একদিন
আরব্য রজনীর দৈত্য এসে ছিনিয়ে নিয়ে গেল তোকে।বাল্য প্রেম অভিশপ্ত।
একটা নীরব আর্তনাদ ছাড়া---
কতটুকুই বা ক্ষমতা ছিল একটা বছর পনেরোর
কিশোরের হাতে?
দেউলিয়া হল আমার শহর। আমি কষ্ট ফেরিওয়ালা---
আজও প্রেম আসে নীরবে
তোর স্মৃতির প্রতিটি রোমন্থনে। নিকোটিনের
প্রতিটি রোমকূপে।
এক আলোকবর্ষ দূরত্ব পথে
তুই যখন ব্যস্ত কাজের মাসি এলো কিনা?
রিতেশের বাবা খেল কিনা?আরব্য রাজার সংসারে।