সু নী তা
নোমেনক্লেচার
অলঙ্করণ : বিশ্বজিৎ মণ্ডল |
অনুসন্ধান-জালকে খোঁজ করেছিল
জ্বর, প্রলাপ, বিকার, লোভ, কাম, তপ্ত শ্বাস
পাথরে ফাটল; রিরংসা পাতাবাহার -
এই আনুসন্ধানিক ইতিহাস থেকে
বিভাগীয় পর্যবেক্ষক ও বিশ্লেষকগণ,
মনোবিদ্ ও সমাজবেত্তাগণ
লম্পট ও কামুক আখ্যা দেয় :
বন্ধুর ফ্ল্যাশব্যাক থেকে জানা যায়
সে নিউক্লিয়ার বম্ব ডিফিউশনের কাজে
পিপিই ও মাস্ক সহযোগে গিয়েছিল
(যাতে শ্বাসের দূর্গন্ধ বাতাসে না ওড়ে)
এর থেকে অনুসন্ধান কার্যে সহায়ক
দিক উন্মোচিত হয় বিভিন্ন
মৌলবাদী প্রেমিকরা তাকে খুঁজছে
সন্ত্রাসবাদী তক্মা দেওয়ার জন্য
জ্বর, প্রলাপ, বিকার, লোভ, কাম, তপ্ত শ্বাস
পাথরে ফাটল; রিরংসা পাতাবাহার -
এই আনুসন্ধানিক ইতিহাস থেকে
বিভাগীয় পর্যবেক্ষক ও বিশ্লেষকগণ,
মনোবিদ্ ও সমাজবেত্তাগণ
লম্পট ও কামুক আখ্যা দেয় :
বন্ধুর ফ্ল্যাশব্যাক থেকে জানা যায়
সে নিউক্লিয়ার বম্ব ডিফিউশনের কাজে
পিপিই ও মাস্ক সহযোগে গিয়েছিল
(যাতে শ্বাসের দূর্গন্ধ বাতাসে না ওড়ে)
এর থেকে অনুসন্ধান কার্যে সহায়ক
দিক উন্মোচিত হয় বিভিন্ন
মৌলবাদী প্রেমিকরা তাকে খুঁজছে
সন্ত্রাসবাদী তক্মা দেওয়ার জন্য