ম ন্দি রা ঘো ষবিধর্মী মেঘের ভিড়ে
অলঙ্করণ : বিশ্বজিৎ মণ্ডল |
১.
ধর্ম আর অধর্মের মাঝখানে ওরা পরস্পর ।
বুকে পিঠে ঝিলমিল বিশ্বাসের রোদ।
তীব্র জ্বরের ঠোঁট দীর্ঘ -ই কার লিখে দেয় সীমানাজরুলে।
২.
আস্ত একটা এ -ফোর সাইজ উস্কানি
ফালা-ফালা করে আধবেলাকে।
কে যেন সূচ ঢুকিয়ে দেয় রোদের চামড়ায়।
আশঙ্কায় জানলা উপমা খোঁজে।
ধর্মের রেফে উড়ে আসে মাছি।
বিকারহীন চালাক শব্দরা মিথ্যে বুলিয়ে যায় ঠোঁটে।
৩.
ওদের চোখের মৌখিকে ঢেউ-ঢেউ নদী-বিহ্বলতা।
উড়ে যায় বুকের মথ।
রক্ত-মেঘে ঘনিয়ে আসে ঝড়-জল ।
ধর্মের মেঘে ঢেকে যায় দাম্পত্যের পাশবালিশ।
দুটি লাশের উপসংহার সাজানো টেবিলে
কাটাছেঁড়া হয়।
চুপ থাকার অঙ্ক শিখে নেয় পাখিরাও।