অ র্পি তা ভ ট্টা চা র্য্য
কল্পনা নয়
থম্ থমে রাত, ঘুমোচ্ছে শহর
যত নির্ঘুম ভাবনার কোলাহল -
শত নিস্তব্ধতাকে ভেদ করে আমায় বিঁধে;
ছেঁড়া-ছেঁড়া ভেসে আসা এক মায়াবী ঐক্যতান,
ছাদের ছোট্ট কোণায় নির্বাক আমি দাঁড়িয়ে!
পাশে থাকা পুরোনো টব,
শুষ্ক গোলাপের চারাটি আমায় ডাকে!
রাত বাড়ে, সমস্ত অন্ধকার আমায় চেপে বসে,
অধরা সুরটি মিলিয়ে যায়!
এক অজানা অব্যক্ত চাপা আর্তনাদ,
চোখে জল গড়িয়ে যায়, ঝাপসা দৃষ্টি -
মুহূর্তেই প্রকৃতির মুষ্টিমেয় হাওয়ার স্পর্শ,
সূর্যের উদয়, মাথার ওপর কবুতরের ঝটপট..
চিলেকোঠাটি আমার তৈরি!
প্রতিদিনের মতো আজও আমি ভাবি,
এ আমার কল্পনা নয়!