ড. সেকেন্দার আলি সেখ
সাগর ঘেঁষে—মেঘের দেশে
অলঙ্করণ : বিশ্বজিৎ মণ্ডল |
মন ছুটে যায় এদিক-সেদিক দিগন্ত রেখায় মেঘের দেশে
পেরিয়ে সাগর বিশাল নদী মন ছুটতো--- সবুজ কোলে
উড়তাম মেঘের দেশে ডানা মেলে পাখির হয়ে সাগর ঘেঁষে
সন্ধ্যামুখে নোনাজলে নামলে আঁধার পথ হারাতাম অস্তাচলে ।
আকাশ জুড়ে হারানো আলোর কুয়াশা ঘিরে নদীর ঘাটে
একটা দু'টো আলোর শিখা উঠতো জ্বলে দ্বীপের দূরে-দূরে
রাত বাড়লেই মাছ বোঝায় নৌকো আসে দ্বীপটা ঘুরে
সেই মাছ তো নিলাম ডেকে গাড়িতে ছোটে বাজার হাটে ।
দখিনা বাতাস পাগল হলে দমকা ঝড়ে নদীতে মাতন তুলে
হারিয়ে যেত ক্ষেপে উঠে,সুন্দরবন দুমড়ে ভেঙে পথটা ভুলে
নিশিতে আলোর কণা আকাশ জুড়ে বিলিয়ে দিত চাঁদের হাসি
গাজনের আসরেতে দ্বীপ জাগতো,ভিড় জমাতো মাঝি-চাষি ।
যাত্রা-গাজন জমিয়ে দিত গ্রামের মানুষ আত্মীয়-কুটুম্ব দিয়ে
আমেজ ঘিরে চলতো গাজন,সমাজে নতুন-নতুন শিক্ষা নিয়ে
সন্ধ্যে সকল সবাই ছিল ভীষণ সুখে প্রাণের টানে মনের সুখে
সরলমনা দ্বীপবাসীদের ভালোবাসায় ভক্তি ছিল চোখে-মুখে ।