উ ত্ত ম কু মা র মা ই তি
আগের মতো
অলঙ্করণ : বিশ্বজিৎ মণ্ডল |
আবার সবই হবে আগের মতো
ভয় পিছনে করবে নাকো তাড়া,
মুখেরমাক্স টি ফেলব দূরে ছুঁড়ে
থাকবে নাতো কিছুই সৃষ্টি ছাড়া।
দুলকি চালে চলবে লোকাল ট্রেন
বাদুড় ঝোলা ভীড় হবে সব যানে,
হাটে বাটে মেলায় যাবো চলে
মন যাহা চায় করবো খুশী মনে ।
হাজার রকম বিধিনিষেধের গেরোয়
হাঁপিয়ে সবাই উঠছে বিশ্ব জুড়ে,
স্কুল কলেজের ছেলে মেয়েরা সব
পরীর মতো বেড়ায় নাতো উড়ে ।
বন্ধ সবাই চার দেয়ালের মাঝে
মনেতে ভয় চোখে অশ্রু ভরা,
যে যা পারছে নিত্য নতুন ভাবে
হাত বাড়িয়ে দিচ্ছে সবায় ধরা।
অচেনা সব ছেলে মেয়েরা দল
হাতের ফোনকেই শুধু সম্বল করে,
মুমূর্ষু সব মানুষ জনের কাছে
পৌঁছে দিচ্ছে সব মমত্ত্ব ভরে।
ভগবানের আশীর্বাদের হাত
ওদের মাথায় থাকুক জীবন ভোর,
মানুষের পাশে মানুষই তো থাকে
তবেই মানুষ পায় যে মনের জোর।
আবার সব ই হবে আগের মতো
অজানা রোগ যাবে দূরে চলে,
সবাই সবার হাতে হাতটি রেখে
বাসবে ভালো মনের কথা বলে।