আলিম সরদারনিরুত্তর অবয়ব গুলে
আল্লা তোর মাঝ দরিয়ায়, উঠি যদি উল্টো খেয়ায়
ডাস্টবিন ঘোলা জল সাঁতরে
সবুজের শিকড় থেকে আঁধারে আকাশ দেখি । দেখি বারবার মায়া-চাঁদ ঢেকে নেয় মুখ তার, মেঘেদের ঘোমটায়।
এখনো মাঝ দরিয়ায়
বুকে তোর দম ভরে
ঘোলা জলে করজোড়ে -
এখনো তাকিয়ে থাকি তোর অভিধানে।
এখনো ভেসে উঠে ফিরে যাই তোর,উচ্ছল বানে ।
অগণিত জোছনা - তারাদের টুকরো আলোয় নীল-সাদা রঙে তুলে রাখি-
তুলি টেনে -তোকে পাই নীল জলে,
নিরুত্তর অবয়ব গুলে ।