সুদীর্ঘ এক বছর ধরে করোনা পরিস্থিতি মানুষের আর্থ-সামাজিক অবস্থাকে এনে দাঁড় করিয়েছে খাঁদের কিনারে, ভেঙে চুরমার করে দিয়েছে তার মানসিক শক্তি। আগুনে ঘৃতাহুতি দিয়েছে আম্ফান ঝড়। গ্রাম-বাংলার প্রান্তিক মানুষের দুঃখ-দুর্দশা অতিক্রম করেছে তার সীমানা। এই কঠিন পরিস্থিতিতে স্বজনপোষণ, তোষণ, সাম্প্রদায়িক উস্কানি, বিচ্ছিন্নতাবাদ এবং প্রবহমান মিথ্যা রাজনৈতিক প্রতিশ্রুতির দুষ্টচক্রে পড়ে মানুষের জীবন হয়েছে দূর্বীসহ। বিচ্ছিন্নতাবাদের বিষবাষ্প ছড়িয়ে পড়েছে সাহিত্যাঙ্গনে। এই অভূতপূর্ব সময়ে প্রত্যন্ত গ্রামে থেকে প্রান্তিক খেটে খাওয়া মানুষদের নিয়ে আমরা যারা সাহিত্য চর্চার চেষ্টা করি, তাদেরও কিছু দায়বদ্ধতা থেকে যায় সমাজের জন্যে, মানুষের জন্যে। এই দাবানলের মাঝেও উত্তর চব্বিশ পরগনার বাংলাদেশ সীমান্ত এলাকায় স্বরূপনগরে সুশীতল পুষ্করিণীর মতো আমরা বাঁচিয়ে রেখেছি আমাদের সাহিত্য চেতনা পত্রিকা, বাঁচিয়ে রেখেছি সাধারণ মানুষের সাহিত্য চেতনাকে। সমস্ত কৃতিত্ব সম্পাদক জয়দেব বিশ্বাসের। চব্বিশ-পচিশ বছর বয়সে বর্তমানের বিনোদন মূলক অপসংস্কৃতির মধ্যে অন্যদের মতো নিমজ্জিত না হয়ে সবটুকু উজাড় করে দিয়ে সে সাহিত্য চর্চায় ব্রতী হয়েছে, হয়ে উঠেছে দক্ষ সাহিত্য সংগঠক। অল্প বয়সেই কতিপয় মানুষের মতো হয়ে উঠেছে জেলার গর্ব সাহিত্যিক গোবিন্দ পান্তির স্নেহধন্য। একাধারে তার তত্ত্বাবধানে চলছে সাহিত্য চেতনা ষান্মাসিক পত্রিকা (মুদ্রিত), আবার তরতরিয়ে এগিয়ে চলেছে সাহিত্য চেতনা ওয়েব পত্রিকা। প্রায় বিয়াল্লিশটি দেশে সাত লক্ষ পাঠককে নিয়ে চালিয়ে যাচ্ছে তার সুমহান কর্মকান্ড। গর্ব অনুভব করি সাহিত্য চেতনা'র সঙ্গে যুক্ত হতে পেরে। এই কঠিন পরিস্থিতিতে মানুষের ক্ষতে প্রলেপ দিতে পারে সাহিত্য। সেকথা মাথায় রেখে বহু প্রতিকূলতা সাঁতরে সাহিত্য চেতনা সাঁতরে চলেছে সাহিত্য সাগর। পত্রিকার সম্পাদক জয়দেব বিশ্বাসের ঐকান্তিক ইচ্ছের মান্যতা দিতে প্রকাশ হচ্ছে আমাদের ওয়েব সাপ্তাহিক পত্রিকা। সম্পাদনা করতে পেরে গর্বিত আমি। প্রবীণ ও নবীন লেখকদের মেলবন্ধনে আশা করি আকর্ষণীয় হয়ে উঠবে এ সপ্তাহের সংখ্যা। প্রতিবারের মতো লক্ষ মানুষের উৎসাহ অনুপ্রাণিত আমরা। নবাগত শিল্পী বিশ্বজিৎ মণ্ডলের অলংকরণ পত্রিকার সম্পদ। সকলের শুভেচ্ছার প্রত্যাশায় রইলাম।
- প্রথম পাতা
- সূচীপত্র
- আপনিও লিখুন
- বই বাজার
- লাইভ অনুষ্ঠান
- সাহিত্য কলম
- _কবিতা
- _গল্প
- _আজকের কবি
- _সাপ্তাহিক সাহিত্য পাতা
- _পুজো সংখ্যা
- __পুজো সংখ্যা ১৪২৯
- __পুজো সংখ্যা ১৪২৮
- __পুজো সংখ্যা ১৪২৭
- __পুজো সংখ্যা ১৪২৬
- _ধারাবাহিক
- __উপন্যাস
- __অচেনা আলোয়
- স্বাস্থ্য
- প্রতিবেদন
- পড়াশুনো
- _মাধ্যমিক বাংলা
- _বাংলা অনার্স
- _ব্যাকরণ
- _মাধ্যমিক ইতিহাস
- ইবুক
- ডাউনলোড