MrJazsohanisharma
1 / 7

কাবিনের প্রেম : নাসিম আহমদ লস্কর (বাংলাদেশ)

 • কবিতা



না সি ম   আ হ ম দ   ল স্ক র

কাবিনের প্রেম 



একদিন বসন্তও চলে যাবে

অচেনা কোকিল হয়ে যাবে তুমি৷

দাপটের কিনারে নিত্য খেলা করবে

নব যৌবন৷


হলুদ লেগে যাবে স্পর্শের চিবুকে৷

খিল্ খিল্ হাসি লুটোপুটি খাবে

অর্থের করতলে৷


হিংস্র চুম্বনের জড় আবেশ

ভুলাবে তোমায় আমাদের 

নিখাদ প্রেমের ফর্দ৷


একদিন চলে যাবে আমাদের

ভালোবাসার বিদ্ঘুটে উপসংহার টেনে।

2 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন