• কবিতা
র ত্ন দী পা দে ঘো ষ
ভালোবাসা
উপন্যাসের মতো দেখতে !
কিন্তু গঠন ছোটোগল্পের। জড়তাহীন। যখন তখন মিশে যেতে পারেন তেলে জলে এবং উল্কাপাতে।
মাফিয়া ডন এবং ড্রাগব্যাবসায়ীর চাইতেও দ্রুত এঁর প্যাস্টেল! প্রতিটি হত্যার পরে ক্যানভাসের ডগায় চিকচিক করে রক্ত নয়, সাদাসোনা !
যে কোনো তারানায় স্বচ্ছন্দ, প্রতিটি সংলাপ রহস্যের ম্যারাপ! মাঝে মাঝেই এঁকে ঘিরে অনেক সঙ্কট, চাপাতর্ক এবং উত্তেজনা।
মঙ্গলকাব্য এঁর প্রিয় মন্দরং। ইনি কানায় কানায় পূর্ণ মহাশূন্য। ধৈর্য কম, প্রস্থে ষোড়শী।
দীর্ঘগোলাপ এঁর বিলাবল এবং বিলাপ।
এঁর সালাম এবং আলেকুম বহুদূর থেকেও শোনা যায়। আবার অনেক সময় এঁর মন্দার এবং মানিক্য টের পায় না কেউ !
শুক্লপক্ষে ইনি সরাসরি রসকলি। শৃঙ্গার-রাশিতে হার মানা হার ! এঁর চরিত্রে আপেক্ষিক বেহাগের পরিমান শতকরা বেরানব্বই ভাগ।
অভিযোগ একটাই। ইনি মাত্রাতিরিক্ত চঞ্চল। কখনোই এক পাত্রে স্থির থাকেন না !