• কবিতা
ই দ্রি স মো ল্লা
দাবানল
তুমি যদি কারিগর হও
আমি বা কম কিসে,
মিথ্যায় যদি খুশি পাও
আমিও চাইনা এ সুখ মিছে।
প্রতিজ্ঞা তুমি ভঙ্গ করেছো
বিশ্বাস পুড়িয়ে করেছো ধোঁয়া,
আমার আমিতে অট্টালিকা বাঁধছো
প্রতিশোধ নেবো, আমিও নই বোকা।
আঙ্গুলের ফাঁকে যখনই থাকবে দাবানল
জানবে আমার ভালোবাসা আর বিশ্বাস জ্বলছে,
আমি সুখে আছি ভেবে যখন ফুসফুস দখল
ভাববে আমার হৃদপিণ্ড কার্বনডাইঅক্সাইড এ ভরেছে।