• কবিতা
গো বি ন্দ পা ন্তি
মোনালিসা
হাসিতে তোমার ঝরে কি মুক্তোকণা
অথবা মনেতে গহীনের
আশনাই,
রাতের বাতাসে সাহসিকা জ্যোৎসনা
পথ চলতেও পথিকের ইসরাই।
প্রেম আসে যায় মরাল- গমনে তবে-
কণ্ঠে মন্দ্র সুর সিঞ্জিত গান
বাসন্তী ক্ষণে মলয়-মদির হবে
গত-দুঃখের সম্বিত অবসান।
আশা বাঁধে বুক আগামী অস্তায়নে,
কুন্দ শোভনে রেঙে ওঠে যত ভাষা-
যেন পুষ্পক রথের মর্মমনে
গতি এসে ঘেরে ফুল্লিত ভালোবাসা।
শত শতাব্দী এক লহমায় মিলে -
ইমারত গড়ে নন্দন-শোভা ক্ষণ,
চয়নীয়-মন সুখ উপহার দিলে
ছন্দিত হয় শত পুষ্পিত -মন।
কাজ ভুলে যায় যত উৎসাহী বুক,
শুধু কাজলিত-চোখের পিপাসা বাড়ে,
শরমে-সাহসে কীর্ণ উৎস -মুখ
ঘন নিশ্বাসে সুপ্তি-শয্যা ছাড়ে।
সেই কবে এক নর্ম্যসান্ধ্য হাস-
তোমারে গড়েছে ভাবনার মায়াজালে,
আজো সে মরমী-মিলনের অবকাশ
এঁকে দিয়ে যায় শ্লথ চুম্বন ভালে।
যত শিল্পীত-মোহময়-তুলি ভরা
তোমার রূপের রহস্য-ঘেরা টানে,
বন্দন-হাতে শতরূপা-মধুক্ষরা
যেন অমরায় গর্বিত -অভিযান।
তবু তুমি এক ধ্রুপদী-তৃষিত মায়া,
আমার নয়নে খুঁজে -পাওয়া এক দিশা,
সুদূর গগনে ছুঁয়ে আছো মেঘছায়া-
ব্যাপ্তিত-বোধ ভিঞ্চির " মোনালিসা"।