• কবিতা
সু দী প্তা চৌ ধু রী
(বাংলাদেশ)
শিহরিত শিহরণ
ভাষা !
যা মনের গহীনের অনুভূতির প্রতিফলন।
ভাষা !
যা একটি দেশ, জাতি, মানবের পরিচয়।
ভাষা !
যা নির্মল শ্বাস-প্রশ্বাস।
প্রাণের ভাষা “বাংলা”-
যা হয়েছে অর্জিত অনেক প্রাণের রক্তের বিনিময়ে।
সেই শহীদের অনুভূতিতে-
শিহরিত শিহরণ জাগ্রত হয়েছিলে বলেই;
রেখে গিয়েছে আমাদের প্রাণের ভাষা “বাংলা”।
করেছে শূন্য তাঁদের মায়ের কোল-
সিক্ত করেছে অশ্রুজলে।
নিজেদের সমাজের সম্মানপদে;
অধিষ্ঠিত করার প্রয়াসে বাংলা ভাষার করে মিশ্রন যা-
“বাংলিশ” নামে পরিচিত সবার কাছে।
শিহরিত শিহরণ আবার জেগে উঠে যেন-
তরুণদের অনুভূতির গহীনে !