• কবিতা
তা নি য়া আ ক্তা র
(বাংলাদেশ)
আমি দেখিনি তোমায়
আমি দেখিনি তোমায় বঙ্গবন্ধু
শুনিনি তোমার স্বাধীনতার ডাক।
আমি শুনিনি তোমার অমোঘ কণ্ঠে,
"এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম"
"এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম"।
আমার জন্ম স্বাধীনতা অর্জনের ২৭ বছর পর।
শুনেছি নয় মাসব্যাপী যুদ্ধে বিজয়ী,
অর্জিত এই স্বাধীনতা।
আমি শ্রদ্ধাভরে স্মরণ করি বঙ্গবন্ধু তোমায়
স্মরণ করি জানা-অজানা সকল শহীদকে।
নতুন প্রভাতের নতুন সূর্যকে
দুই হাত তুলে আমি সালাম জানাই।
কামনা করি তাঁর আলোকচ্ছটা
ছড়িয়ে পড়ুক বাংলার মাটিতে।
মুক্ত হোক, নির্মল হোক
বাংলার অবরুদ্ধ বায়ু।
স্রোত হারানো বাংলার সব স্রোতস্বিনী
ফিরে পাক তাদের লুপ্ত স্রোতধারা,
বাঁধ ভেঙে দু'কুল ছুঁয়ে
বয়ে যাক্ কুলকুল করে।
আমি কামনা করি,
বঙ্গোপসাগর হোক সীমাহীন, দিগন্ত বিস্তৃত
সুরক্ষিত, অধিকার নিশ্চিত
এক স্বচ্ছ শুধু বাংলার।
বাংলার আকাশ হোক্ মুক্ত,
দিনের আলোর নীলিমায় আর
রাতের লাখো কোটি তারার আলোয়।
উত্তর আকাশের জ্বল্-জ্বল করা
ধ্রুব তারাটিকে প্রত্যক্ষ করুক
বাংলার দিশাহীন মানুষ।
কামনা করি,
তোমার মতো এক জ্যোতির্ময় মহাজ্ঞানী মহাজন',
মহা মঙ্গলময়, মহা কল্যাণকর
মহাপুরুষের মহা আবির্ভাব হোক
বাংলার পবিত্র এই ভূমিতে।
এই সোনার বাংলায় আছে যত
অপমানের গ্লানি তা অপসৃত হোক,
পুঞ্জিত সব অপমান বিস্মৃত হোক।
সবদেহ, সব মন, সব আত্মা
এক হয়ে হাত ধরাধরি করি
নব উদ্যমে, নব প্রত্যয়ে
নব প্রত্যাশায় একসঙ্গে
স্বাধীনতাকে খুঁজি।
হৃত স্বাধীনতাকে পুনরুদ্ধার করি।
গৌরবের মহিমায় অধিষ্ঠিত করে
মনের মাধুরী মিশিয়ে
অলংকৃত করি, সাজিয়ে তুলি
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী।
বাংলার স্বাধীনতা চারদিকে দ্যুতি ছড়াক
বিচ্ছুরণ ঘটাক আলোকচ্ছটা।