• কবিতা
শু ভ জি ৎ দে
রূপসজ্জা
সেদিনও ছিল বসন্ত।
অনন্ত প্রেমের ডালি সাজিয়ে এসেছিলে তুমি।
কৃষ্ণচূড়া ঝরে পড়েছিল
তোমার কেশের ছোঁয়া পেতে, সাক্ষীরূপে।
যদিও সে এসেছিল নীরবে, নিভৃতে।
কোমল পদস্পর্শে জাগরিত হয়েছিল
প্রেমের সপ্তপদী।
ক্ষনিকের অবস্থান।
তবু,তাঁর বিস্তার ছিল সুদুরপ্রসারী।
প্রকৃতি ও মাথা দুলিয়ে সাড়া মিলিয়েছিল ইশারায়।
এক চিলতে সিঁদুর রূপে ধরা দিয়েছিল গোধূলি।
চাঁদের কিরণ ঠিকরে পড়েছিল
জোয়ারের তালে তাল মিলিয়ে।
নদীর মোহনায় মিলনকালে।