• কবিতা
জ না ব ন্দ্যো পা ধ্যা য়
কবিতার খাতা
যখন সময় মুছে দেয়
শব্দের বিন্যাস,
ঝাপসা দৃষ্টির ভেতর খুঁজে
পাই কবিতার জীবাশ্ম !
রক্তাক্ত রাত আর মানুষের বাঁচার
শ্লোগান নিয়ে হেঁটে যায়
বিদ্রোহী মুহূর্ত !
ভ্রান্তি- বিভ্রান্তির ঘূর্ণিপাকে
পড়ে থাকে শুধু
ধূসর পান্ডুলিপি-কবিতার খাতা !