• কবিতা
অ ভি ষে ক ঘো ষ
প্রেমোপভাষা
লোকমুখে অজস্র পুঙ্খানুপুঙ্খ বিবরণের মাঝে ভয় হয়,
আমি তোমায় হারিয়ে ফেলবো না তো ?
কখনও পায়ের দিকে তাকিয়ে দেখি ফাঁপা শিকড় ।
লতাগুল্মময় ঝাপসা জানালার কাঁচে, নিয়মমাফিক ভোর ।
আলোর শরীরে অবাধ্য বাসনার প্রভাতফেরী !
আমি জানতাম ঢেউয়ের তালে তুমি আসবেই–
সমুদ্রে ভাসতে ভাসতে যেমন
মনে থাকে না নিজের অস্তিত্বের কথা,
কেবল বুকে একটা সূক্ষ্ম দোলা জেগে থাকে !
তেমনি তোমার চোখের দিকে চেয়ে,
পায়রার ডানা ঝাপটানোর সশব্দ সংকেত বেয়ে,
আমার মন দিব্যি আমাকেই ভুলে থাকে ।
তুমি চুলে হাত বোলালে, আমি মনে করার চেষ্টা করি,
কবে শেষবার কেউ আমায় সস্নেহে বলেছিল,
"আর জল ঘাঁটে না, এবার ঠান্ডা লেগে যাবে ।"