• কবিতা
অ নি ল দাঁ
নিরাশা
এক এক দিন মনে হয়
এগিয়ে এসেও পিছিয়ে পড়ছি রোজ
মোম শিখাটির মতো দুরু-দুরু বুকে
পুড়ছে সময়
হাটে-বাজারের কেনা-বেচা
ওত পেতে বসা লোমশ্ পুরুষের কারবার
দূষণ বিদ্ধ পৃথিবী
হাঁফায় উন্নাসিক চড়ুই
নতুন প্রজন্ম
ধারালো সুতোর টানে নাচায় আমাকে।
এক এক দিন মনে হয়
ছিটানো মহাবিশ্ব সর্বস্ব দিয়ে বেঁচে বর্তে আছে
আনন্দ বেদনার পালাগান গাইতে
বাউলের মতো কোন গ্রামে হাঁটে
সেটুকু দেখার জন্য
আতুর দু'চোখে খুঁজে চলি পিছনে পিছনে
আলো ছায়া অলিতে গলিতে বাঁক নিতে নিতে
কোলাহল ছেড়ে নির্জনে অদৃশ্য হলে
আমি নিরাশার দোলায় দুলতে থাকি।