• কবিতা
চি ত্র দী প ব্যা না র্জী
তিলোত্তমা
সখ করতে সখের বাজার কেউ যেও না ভাই
সখের নামে পদধ্বনি, রাস্তা চলায় দায়।
শোভাবাজার গিয়ে অবাক, শোভা কোথায় সেথা ?
সোনার দোকান আর আয়না, সব যে গোলকধাঁধা।
বাগবাজারে মিথ্যে বাগান নামের অর্থ ভুল
গঙ্গা সেথায় আবর্জনায় ভরেছে দু'কুল।
শিয়ালদহে এক সময়ে ছিল নাকি শেয়াল?
ট্রেনের মধ্যে লড়াই করে ভাঙবে যেন চোয়াল।
মানিকতলায় কোথায় মাণিক?হলো পকেটমার!
কন্ডাক্টর বাস থেকে যে দিল ধাক্কা ঘাড়।
মুক্তামাণিক সবই গেল হলাম ভিখারি
নামগুলি সব মিথ্যে ভরা, শুধুই বাহারি।
ধর্মতলায় ধর্ম নাই, অধর্মেরই রাজ,
লেদার নামে সিন্থেটিক ঠকাতে নাই লাজ।
শেয়ালদায় ট্রেনে চড়ে নামি দমদম
ভাবি মনে একটু আরাম নয় যে নির্মম
দমদমেতে মুক্ত দম, বাতাস বিশুদ্ধ
ও মা দেখি! চারিদিকে পথই অবরূদ্ধ।
পাতালরেলের লাইনে দেখি টিকিট কাটার যুদ্ধ
হাঁটায় তো দায়, মানুষগুলি সব যেন উন্মত্ত।
কলকাতার নামগুলি তাই সব যে ভুলে ভরা
কি জানি কে নাম দিয়েছে আপন মনগড়া।
কোথায় মনে বলছে কেন তাও যে অনুপমা
বঙ্গভূমির গর্ব তুমি, তাই তো তিলোত্তমা।