• কবিতা
ব ন শ্রী রা য় দা স
মোহ-বিকেলে
ছায়া নিবিড় সম্পর্ক পথে হাঁটতে চেয়েছি বরাবর
বুকের ওপর ফুটে উঠেছে হৃদি-ফুল
ওম্ মেখে নদীর শান্ত গতির মতো প্রজাপতি
মোধুচোর সমস্ত ছলনা রেখে যায় হলকা ঝড়ের ডানায়
খন্ড খন্ড রোদ এসে পোড়ায় সর্বস্ব।
অঙ্গরাগের চিকন ঢেউয়ে আঙুল বুলিয়ে
তুমি জাগিয়ে তুলতে লজ্জাবতী- পাতা কম্পনের
নিশিতে ডাকা ঘোরের ভেতর ঘর ঢুকে পড়েছে
বাইরে অমাবস্যা গন্ধ আসে কালো
রক্তের ভেতর ভয় ছুঁয়ে দ্যায় ঐন্দ্রজালিক ।
এখনও পুনর্বাসন পড়ে নিচ্ছি বৃষ্টি বিকেল
অস্থিরতার সাঁকো বেয়ে সরসর উঠে যাচ্ছি
গন্তব্য অনাস্থা প্রস্তাবের কালের কাব্য
অক্ষরেরা সেখানে জড়িয়ে ভীষণ
ঘুমের অতলে মাংস পোড়া দগদগে,
সবই পুড়িয়ে ছাই অবশিষ্ট
জানি ঢাকাই শাড়ির আঁচলে তুমি
মুখ গুঁজে জন্মান্তরে হালকা শ্বাস নিতে
ফুরফুরে হয়ে যাই দখিনা বাতাসে উড়ে ।
সুন্দর কবিতা
উত্তরমুছুনসাহিত্য চেতনা ওয়েব পোর্টালে মন্তব্য রাখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ।
মুছুন