• কবিতা
কৃ ষ্ণ ক লি বে রা
কাঠামো ( The Frame )
চেহারাটা হোক না রাঙা
অহংবোধে মত্ত মন,
ছাই,মাঠির সেই গল্প একই
দুশো ছয়ের সংখ্যা গোণ।
তুচ্ছ হিংসা বিবাদ নিয়ে
চলছে লড়াই জোরকদম,
কি পেলি?ওই ফাঁকির খেলা
রেলের চাক্কা ঝমাঝম্।
জগতের এই জড়পাশে
গিঁটে গিঁটে জট নাকাল,
কাঁচকলাটাই মোদ্দা কথা
চাল ভুল আর চাল-বেচাল।
পাঁকাল মাছের মত তুমি
পিছলে বেড়াও চারদিকে,
করছ কেন লাফালাফি ?
তোমার লাফ বুঝবে কে?
পুতুল নাচের সুতোর নাচন
তাধিনাধিন্ ধিন্ তারে
সুতোয় টান পড়লে পরেই
গুটিয়ে নেবে চট্ করে।
রঙ্গমঞ্চের দাবা আসরে
ঘোড়াই হও বা হও বোড়ে,
নাটক শেষে থাকবেনা সাজ
ফক্কা ওরে ফক্কারে।
শুধুমুধু মরছ ঘুরে
মিথ্যে-মরুর প্রান্তরে,
গোল্লাছুটের গোল্লা খাঁটি
বাঁটখাড়ারি পাল্লারে।