• কবিতা
ই ম ন ভ ট্টা চা র্য
দিন যখন আসছে না
দিন যখন আসছেনা কেবল রাত যখন বাড়ছে
আমি নিজেকে অন্ধকারের সৌন্দর্য বোঝার প্রস্তাব দিলাম।
কোমল কুয়াশাময় অন্ধকার
তাকে ভালবেসে ফেলি
রাতের শিশিরে অন্ধকার ঘাস ভরে ওঠে
আজানের স্বর শোনা যায়।।
বেসি রাত্রে ট্রেনের কুহক।
সময়বিশেষে এই ট্রেনই আবার মাথা দিতে বলে।
খরখরে আবর্জনার স্তুপে ইঁদুরের মত অন্ধকার।
নিজেকে সরিয়ে নিলে দিন দেখা যাবে!
গলি থেকে গলি তারপর পাশের গলিতে যেতে যেতে
আবার কোন না কোন রাস্তায়।
না, পরীক্ষা দেওয়া শেষ হয়নি
অবোধ্য এক প্রশ্নচিহ্ন আবার রাতের আকাশে ঝুলে আছে।