• কবিতা
জ য় ন্ত চ ট্টো পা ধ্যা য়
হে মন
১.
মনের কাছেও নিজেকে লুকোই
ভাবনার ধান পাছে ফুটে হয় খই।
২.
তুমিই জড়িয়ে থাকো আঘাতে আঘাতে ছিন্ন
ক্ষয়ে ক্ষয়ে শেষ হও ছিঁড়ে যায় পোশাক বিভিন্ন।
৩.
আনমনে ঢালি যন্ত্রণার ভার তোমার শরীরে
ফুরফুরে হাওয়া হয়ে ফিরে যাই পরির দুয়ারে।
৪.
মুছে যেতে যেতে জাগো অদম্য পুনর্নবা শাক
তুমি টলে যাও যদি আমি কই ? ভুলেছি বেবাক্।