• কবিতা
তু ষ্টি ভ ট্টা চা র্য
পিম ও আমি
উৎসব শেষে আমি আর পিম ফিরে এসেছি সেই চেনা পথে
উপত্যকা ছেড়ে চলেছি পাহাড়ের দিকে
হেমন্তের কুয়াশা আমাদের জাপটে ধরেছে
শিশিরে গলা ভারি-
কেউ কিছুই বলছি না যদিও
পিমের মার্বেল চোখে হিরের দ্যুতি
আমার মুখে চাপা উদ্ভাস-
একেই কি আনন্দ বলে পিম?
ঢাল বেয়ে গড়িয়ে নামছে কুচো পাথর
ধ্বস নামতেও পারে
এসময়ে কথার অভিঘাতে পাহাড় ক্ষুব্ধ হয়
শব্দ করিস না আর!
ধীরে ধীরে চল।
রডোডেন্ড্রনের শুকনো পাপড়ি বিছিয়ে আছে পথে
পাইনের নিস্তব্ধতা জানান দিচ্ছে
বরফ পড়ার সময় হয়ে এলো
তার আগে যতদূর ওঠা যায়-
অক্সিজেন ঘাটতি আমাদের হবে না,
পিম এসব জানে।
( পিম এক খরগোশের নাম )