জনপ্রিয় সাহিত্য সংস্থা"সাহিত্য চেতনার"২য় লাইভ সম্পর্কে––
স্থান–"অনুরাগ সাহিত্য সংস্থার" সম্পাদকের বাড়ি।
তাং– ১৬/ ১ /২০২১
আজ ইং- নব বর্ষের শুভ সূচনায় বাংলা সনে পুণ্য মাস মাঘের নরম বিকেলে(সময়-২-৩০ মি.) ভরে উঠলো"সাহিত্য চেতনার" ২য় লাইভ অনুষ্ঠানের মনোজ্ঞ উপস্থাপনায়। সংস্থার কর্ণধার-প্রতিষ্ঠাতা উদীয়মান কবি জয়দেব বিশ্বাস আত্মবিশ্বাসে অবিচল,প্রমাণ-তাঁর সৃষ্ট ওয়েব পোর্টালেের উত্তরোত্তর শ্রোতা-দর্শকের সংখ্যা বৃদ্ধি। আজ ১৬/১/২০২১ তারিখের বৈকালী অনুষ্ঠান দেখলেন- শুনলেন সারা বিশ্বের লক্ষাধিক মানুষ।
কাটাঁয়-কাটাঁয় ২-৩০ মি. বিদুষী– কবি-শিক্ষাব্রতী জয়শ্রী মিত্র উদ্বোধনী সঙ্গীতে সকলকে মুগ্ধ করলেন কবি গুরুর একটি বিখ্যাত সঙ্গীত দিয়ে। তাঁকে তবলায় সহযোগিতা করলেন দক্ষ তবলিয়া অমিয় মণ্ডল।
সমস্ত অনুষ্ঠান সঞ্চালনা করলেন উদীয়মান কবি জয়ন্ত মণ্ডল। বেশ কয়েকটি অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে ইতোপূর্বে তিনি প্রতিষ্ঠা পেয়েছেন।
আজ যাঁরা উপস্থিত ছিলেন তাঁদের অনেকেই পরিচিতির নিরিখে সাংস্কৃতিক পরিমণ্ডলে উচ্চ প্রশংশিত। ছিলেন--উচ্চতর বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্র.শিক্ষক স্বপন কুমার বালা,অবসর প্রাপ্ত কেন্দ্রীয় সরকারের আধিকারিক অপূর্ব চট্টোপাধ্যায়,অবসর প্রাপ্ত সেনা-কর্মী নব কুমার বিশ্বাস, উদীয়মান কবি-স্থপতি প্রদীপ সরকার,কবি-সঙ্গীতজ্ঞ ইন্দ্রজিৎ মণ্ডল, কবি-শিক্ষিকা কল্পনা পাল, কবি-গল্পকার দেবাশিস দাস, চিন্ময় সরদার, সমীরণ প্রমুখ। একক ভাবে প্রত্যেক সংগীতে দক্ষতার সঙ্গে তবলায় সংগত করলেন পূর্বোল্লিখিত অমিয় মণ্ডল।
আজকের লাইভে সহযোগিতা করলেন" অনুরাগ সাহিত্য সংস্থার " অনেকেই। আমি অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব শ্রীমান জয়ন্তকে দিয়ে কত সঠিক সিদ্ধান্ত নিয়েছি সেটা বুঝতে পারলাম ফলাফলের ইতিবাচক পরিমাপের নিরিখে। প্রসঙ্গত বলি, "অনুরাগ সাহিত্য সংস্থা" আজ প্রায় ৩০ বছরের ও অধিককাল এ অঞ্চলে সাহিত্য–সংস্কৃতির পরিপোষক। অনেক কবি সাহিত্যিক সে উপহার দিয়েছে,আজও দিতে বদ্ধপরিকর। মাঝে মাঝে তাকে সম্মুখীন হতে হচ্ছে অযৌক্তিক অসহযোগিতার সম্মুখে তবে আশা রাখি তার অগ্রগতি কেউ রোধ করতে পারবে না। আজ শুধু নয় বহুদিন থেকে এই সংস্থার পৃষ্ঠপোষক বহু জ্ঞানী-গুণী মানুষ।প্রতিনিয়ত যাঁদের আশিস-শুভেচ্ছা এই সংস্থার ওপর বর্ষিত হচ্ছে ব্যক্তি হিসেবে তাঁরা স্ব-স্ব ক্ষেত্রে সমাজ-গর্ব। উল্লেখযোগ্য, উঃবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড.পুলিন দাস,প্রখ্যাত জ্যোতিষী "তপোশ্রুতি" পত্রিকা সম্পাদক ড. সুভাষ মোহান্ত,রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিক মানব বন্দ্যোপাধ্যায়, পঃবঃ"দলিত সাহিত্য একাডেমির " অন্যতম কর্ণধার ড. আশিস হীরা,কবি ও বিখ্যাত সাহিত্য-সংগঠক "বাল্মীকি" পত্রিকা সম্পাদক লালমোহন বিশ্বাস,গোবরডাঙা বিজ্ঞান পরিষদের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত শিক্ষক দীপক দাঁ, অবসরপ্রাপ্ত শিক্ষক কার্তিক চন্দ্র বিশ্বাস, গোবরডাঙা খ্রিস্টান মিশনের ফাদার গৌরাঙ্গ হালদার, গোবরডাঙা "রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের" মহারাজ সত্যানন্দজী,মেদিনীপুর নিবাসী কবি-উচ্চাঙ্গ সংগীতজ্ঞ অমল মাজী প্রমুখের আশীর্বাদ ও শুভেচ্ছা ধন্য অনুরাগ সংস্থার ভবিষ্যৎ উজ্জ্বল এ আশা-দুরাশা নয়।
যাঁরা নিয়মিত যোগাযোগ রাখছেন তাঁদের মধ্যে উল্লেখ্য– কবি কৃষ্ণকলি বেরা,কবি-অধ্যাপক শশাঙ্ক শেখর দাস, ভারত - বিখ্যাত চিকিৎসক ডাঃ আশিস কান্তি হীরা,খ্যাতনামা গবেষক লোকমান হাকিম,কবি আলিম সরদার,ঊষষী পত্রিকা
সম্পাদক কবি-সাহিত্যিক বাসুদেব মুখোপাধ্যায়, ছোঁয়া পত্রিকা সম্পাদক কবি তারাশঙ্কর আচার্য ও দেবেশ সরকার,"অনুপম সাথী" সম্পাদক রাসমোহন দত্ত প্রমুখ।
"সাহিত্য চেতনা" আজ "অনুরাগ সাহিত্য সংস্থার "পরিচিতি ও জনপ্রিয়তা বাড়াতে যেভাবে সহযোগিতা করছে তার জন্য এই সংস্থা কৃতজ্ঞ।
পরিশেষে রইলো সকলের প্রতি অশেষ আন্তরিক পূর্ণ কৃতজ্ঞতা জ্ঞাপন।
• লিখেছেন কবি-সাহিত্যিক গোবিন্দ পান্তি
বিঃদ্রঃ--সাহিত্যচেতনার আগামী লাইভ ফেব্রুয়ারী মাসের যেকোন উপযুক্ত সময়ে।থাকবে কবিতা পাঠ-আবৃত্তি, সঙ্গীত,শ্রুতি নাটিকা ও নৃত্য পরিবেশন।