পাখির আকাশ প্রকাশনী'র উদ্যোগে কবি কথা অনুষ্ঠান
সাহিত্য চেতনা ওয়েব ডেস্ক, গোপালনগর : গত ১০ই ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে 'বাল্মীকি' পত্রিকার সহযোগিতায় 'পাখির আকাশ প্রকাশনী'র উদ্যোগে উত্তর ২৪ পরগণার গোপালনগরের কবি-সাহিত্যিক ও সম্পাদক লালমোহন বিশ্বাসের বাড়িতে এক ঘরোয়া পরিবেশে বিভিন্ন পত্র-পত্রিকার সম্পাদক ও কবি-সাহিত্যিকদের নিয়ে বিশেষ অনুষ্ঠান 'কবি কথা' অনুষ্ঠিত হ'ল । এদিনের এই সাহিত্যানুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান কবি-সাহিত্যিক গোবিন্দ পান্তি, 'বাল্মীকি' পত্রিকার সম্পাদক লালমোহন বিশ্বাস, বিশিষ্ট আইনজীবি সুকমলেন্দু সাহা, এসময়ের উদীয়মান কবি জয়ন্ত মণ্ডল, 'সাহিত্য চেতনা'র পত্রিকার সম্পাদক জয়দেব বিশ্বাস, 'বঙ্গভারতী' পত্রিকার সম্পাদক স্বরূপ সরকার,'কবি জসীমউদ্দীন' পত্রিকার সম্পাদক স্বপন কুমার বালা,কবি আব্দুস সাত্তার,কবি ভবতোষ দত্ত,কবি কৃশানু দাঁ,কবি স্বরজিৎ অধিকারী, কবি-সাহিত্যিক ও অধ্যাপক শশাঙ্ক শেখর দাশ, শিশুশিল্পী সপ্তক বিশ্বাস, 'খেয়ালী' পত্রিকার সম্পাদক ও কবি তাপস মণ্ডল, বীথিকা বিশ্বাস, 'পাখির আকাশ প্রকাশনী'র কর্ণধার পল্লব রায় প্রমুখ । কবিদের কথা ও কবিতা পাঠের মধ্য দিয়ে সমগ্র অনুষ্ঠানটির আয়োজন । এদিনের অনুষ্ঠান থেকে 'বাল্মীকি' পত্রিকার সম্পাদক লালমোহনবাবু ঘোষণা করেন কবি জয়ন্ত মণ্ডল ও কবি জয়দেব বিশ্বাসের সম্পাদনায় একটি নতুন পত্রিকা 'পরান মাঝি হাঁক দিয়েছে' প্রকাশের ।
এদিনের সমগ্র অনুষ্ঠানটির অডিও ভিস্যুয়াল রেকর্ড করেন সংস্থার কর্ণধার পল্লব রায় । 'কবিকথা' অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে 'পাখির আকাশ প্রকাশনী'র নিজস্ব ইউটিউব চ্যানেল 'আমরিবাংলা' তে ।