উপহার
• শমীক জয় সেনগুপ্ত
দু'চোখ আঁকা স্বপ্ন ছিল জন্মদিনের ভোরের মতো
শিউলি শিশির পেঁজা মেঘে রূপকথা রং বুলিয়ে যেতো
গালের ওপর আলতো ছোঁয়ায় ঠোঁট মাখানো স্নেহের হদিশ
গচ্ছিত ঐ নীল ঠিকানায়, পারলে তাকেও খবরটা দিস
রোদবিলাসী আদুরে এক বাড়ায় বোঝা শব্দ-ঋণে
ভাবছি তাকে কি দেওয়া যায় মন-কেমনের জন্মদিনে
ভাবতে গিয়ে আকাশ জুড়ে রামধনু এক দাঁড়িয়ে দেখি
দেখছি আমার মন আঙিনায় মারছে কেবল উঁকিঝুঁকি
বলছে হেঁকে কি নিবি আজ
একটু হর্ষ, কিম্বা বিষাদ
তার চেয়ে এই যাত্রাপথে নে বাপু তুই মানুষ চিনে
দেখি, শিকড় ছাড়া সবটা ফাঁকি মনখারাপের জন্মদিনে।
• অলঙ্করণ : জয়ন্ত মন্ডল