একটি দ্বিমুখী চতুর্দশপদী
• অনীশ ঘোষ
এই পথে হেঁটে গেছি কোনো একদিন
ঝুলন্ত সেতুর কাছে থেকে গেছে ঋণ!
নীচে স্থির হ্রদটির মায়া-মোহ টান
সকাল-বিকেল জুড়ে পাখিদের গান
নীরব দর্শক ওই মসজিদখানি
কী কাহিনী গেঁথে রাখে আমরা কি জানি !
ফিসফাস কথাগুলো উড়ে যায় দূরে
ক্ষণিকের অবসর ভরে থাকে সুরে
গাছপালা ডেকে নেয় জলসার ঘরে
কিছু কিছু ছবি যার আনমনা করে
জীবনের একদিকে থাকে এই ঘোর
তথাপি অমোঘ এক সম্পর্কের জোর
দোটানায় রেখে দেয় একটি জীবনে
দু'টি ভিতে ভালোবাসা রেখেছি যতনে !
• অলঙ্করণ : জয়ন্ত মন্ডল