শরীরে জমছে প্রেমের কঙ্কাল
• সুবর্ণকান্তি উত্থাসনী
সময়ের প্রতিকূলে কতদূর হেঁটে গেছি জীবনের পথে一
পথ ভুলে গেলে বারবার ধ্রুবতারা হাতছানি দিয়ে সায়ন্ধকার জনস্রোতে
প্রদীপের মতো কোনো অতীন্দ্রিয় পিছুটান লাগিয়েছে ধাঁধাঁ,
প্রত্যাখ্যানের লোকায়ত উপাখ্যান রটে চক্ষুলজ্জার অভিসারে,
অসহায়তায় হাসা যদি অবসরবৃত্তি, ধার্মিক সময়ের বিকারে,
প্রবাহমানতার অচলায়তন তোমার লৌকিকতায় পড়ে বাঁধা一
আমি তো লৌকিক নই তবু জনপথ আঁকে অস্তিত্বের ইতিবৃত্ত一
জরায়ুর প্রান্ত থেকে পদ্মের ষট্ চক্র一দূরত্ব করে রিক্ত,
নিতম্বের বিরুদ্ধতা ইন্দ্রিয়গ্রাহ্য, ষড়রিপু চেনেনা ক্ষমা,
তৃষার ওজরে সমুদ্র মন্থন হলে মরীচিকায় শান্তি খুঁজি প্রমা一
পশ্চিম সূর্যের মতো বাসন্তী শাড়ির ফাঁকে তোমার কাশের মতো স্তন一
মেখলার হিন্দোল ছুঁলে নাভি; স্পর্শী চাতকের মতো সভ্যতার উচাটন一
আরো সহস্রাব্দ সঙ্গমে আমার যৌবন-জীবাশ্ম সয়ে গেলে উপেক্ষা一
একাকিত্বের বীজমন্ত্রে সারা তোমার যোনি-অতিক্রমের অপ্-সুদীক্ষা।
• অলঙ্করণ : জয়ন্ত মন্ডল