রাত গভীর হল
• অজিত বাইরী
রাত গভীর হল, গভীরতর রাত;
এত রাতে দরজায় কে করে করাঘাত !
সে কোন্ আগন্তুক, নিজেই বিপদাপন্ন
নাকি অনন্যোপায় বিপদের বার্তাবাহক ?
পিছু ছাড়ছে না আতঙ্ক, খিল খুলে
বাইরে আসি, দেখি, কেউ কোত্থাও নেই;
সুপ্তির মধ্যে ডুবে আছে চরাচর
এমন-কী প্রহর জাগা নেই রাতপাখির।
শুধু দেখি, শুকতারাটি নির্নিমেষ
পেতে আছে চোখ পশ্চিমের জানলায়,
চুপিচুপি ফিরে আসি বিছানায়;
আধো-ঘুমে, আধো-জাগরণে কাটে নিশি।
এ কী ভুল, নিজেরই মনের ভুল ?
রাত গভীর হল, শুনি কার করাঘাত ?
• অলঙ্করণ : জয়ন্ত মন্ডল