দু'টি কবিতা
বিদিশা সরকার
মৃত্যুর আগে
***
আশে-পাশের বাড়ি, ঘরবাড়ি এখন আর খোঁজ নিচ্ছে না ।
আমি আর বিব্রত হচ্ছি না –
গুমোট সহাবস্থানে অভ্যস্ত হ'তে হ'তে
রক্তপাত বিষয়ক ঘটনারা পথে স্বাচ্ছন্দ্য,
রাস্তায় না।
থামিয়ে দিয়েছি বা দিতে পেরেছি সমস্ত উড়ান
নো- এন্ট্রি'র নিয়মভাঙা।
অ্যাম্বুলেন্স সতর্কতা জারি করে মাঝরাতকে দু-ফালা করে ––
এমারজেন্সি ওয়ার্ডে ঢুকে পড়ছি
খুঁজছি মৃত্যুকে
প্রিয় মুখগুলো আবছা হয়ে যাচ্ছে
ফিঙ্গার প্রিন্টও
মৃত্যুর আগে বাবা যেমন নিঃস্পৃহ ছিলেন
পরমাত্মীয় বিষয়ে
আমাদের বিষয়ে
আমার বিষয়ে
ফক্কা
***
হাত খুলতেই ফক্কা
কুড়িয়ে পাওয়া পরশমনি
আলোর খনি কনীনিকায়
ছাই হয়ে যায় দৃশ্যপট আর
মুঠোর ভিতর লব্জ
তারা ওষ্ঠে মারে ভাগ্যরেখায়
তন-বদনে ফলকনামা, রঙ বুঝে কেউ
অন্য রাগে অচিন ডানায় ভর করে
সেই ঘুমের ভিতর
জানলা খোলা পেয়েই কখন
একটু আসি
গরাদ ফুড়ে অন্য দূরে
আমি তো তার অপেক্ষাতে
ব্যয়ের খাতে দিল দরিয়া
একটু একটু করে কখন
সমস্তটাই নষ্ট হলাম
ঘর ছেড়েছি উড়ান ডানায় লক্কা
হাত খুলতেই ফক্কা !!
• অলঙ্করণ : জয়ন্ত মন্ডল