দু'টি কবিতা
তৈমুর খান
হৃদয়ের কল্লোলে মাছেরা খেলা করে
***
তোমার ট্রেন চলে গেল
জানালার ধারে তুমি গুছিয়ে নিচ্ছ স্বপ্নগুলো
আমি দূরে ছিপ ফেলে বসে আছি
মাছেরা আসে না সারাদিন
নিস্পৃহ চেতনা জুড়ে বেলা যায়
কলরব ক্লান্ত হয়ে আসে
জেগে ওঠে মূর্খের আশ্বিন
তুমি কুহকিনী,
দু' একটা উড়ন্ত স্বপ্নের ডানায়
বেশ নকশা এঁকে দিচ্ছ
আমি শুধু ছায়া দেখছি জলে
আর নিজেই মাছ হয়ে বুড়বুড়ি তুলছি
একাকী বিকেলে
সব জল চেতনার জল
সব ট্রেন সময়ের গাড়ি
মৎস্যশিকারি সব ব্যর্থ প্রেমিক
হৃদয়ের কল্লোলে মাছেরা খেলা করে...
ভিখিরি
***
দুর্বোধ্যের দুয়ারে
আমার হেমন্তকাল ও আমি
নতুন ধানের ঘ্রাণে
শিশিরের ভেজানো আবেশ মেখে
দাঁড়ালাম
তোমার মুখের দিকে
কোন্ সূর্য চেয়ে আছে
আজ?
সেই তো হলুদ শাড়ি
গোলাপি কাঁচুলি
রজনীগন্ধার মতো ফিকে সাদা চুড়ি
বেজে ওঠে
ভাষা নেই আমার
আজও কিংবদন্তির পাড়ায়
আমি নৈঃশব্দ্যের ভিখিরি
• অলঙ্করণ : জয়ন্ত মন্ডল