1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

'যুগ সাগ্নিক' সাহিত্যগোষ্ঠী পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন

'যুগ সাগ্নিক' সাহিত্যগোষ্ঠী পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন


যুগ সাগ্নিক পত্রিকা'র প্রকাশ অনুষ্ঠান


 নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর : বর্তমানের অন্যতম জনপ্রিয় ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা  "যুগ সাগ্নিক পত্রিকা" র শারদীয় সংখ্যার প্রকাশ অনুষ্ঠান হয়ে গেলো গত ২১শে নভেম্বর শনিবার, দুর্গাপুরের স্টিল টাউনশিপ অঞ্চলে রুম নাম্বার এইট্টিন হল ঘরে। উল্লেখ্য এই শারদীয় সংখ্যার সাথে একই সাথে একই মলাটে পত্রিকার বৈশাখ ও শ্রাবণ সংখ্যাও প্রকাশিত হয়। 

অনুষ্ঠানে দুর্গাপুরের বহু বিশিষ্ট কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। বর্ধমান, দুর্গাপুর, আসানসোল ও কুলটি অঞ্চল থেকে পত্রিকার সাথে যুক্ত কবি সাহিত্যিকেরা উপস্থিত ছিলেন। 

বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক মণিশংকর মণিকে সেরা সাহিত্যিক ২০২০ ও কবি শ্রাবণী গুপ্তকে সবুজ কলম পুরষ্কার ২০২০ পদক তুলে দেওয়া হয়।

অসহায় মানুষদের কাছে সামগ্রী তুলে দিচ্ছেন 


এরপর গত ২২শে নভেম্বর রবিবার রানীগঞ্জ কাজোরাগ্রাম সংলগ্ন মাধবপুর কোলিয়ারির করাল গ্রাসে বিধ্বস্ত, ও মাটির নীচে তলিয়ে যাওয়া হরিশপুর গ্রামের অসহায় মানুষদের দিকে মানবিকতার হাত বাড়িয়ে দিতে আশীজন শিশু কিশোরকে নতুন গরম শীতবস্ত্র, পঞ্চাশজন মহিলাকে নতুন শাড়ি, পঁচিশ জন পুরুষকে লুঙ্গি ও পঁয়ত্রিশটি পরিবারের হাতে কম্বল তুলে দেওয়া হয়। দারুণ উৎসাহ ও উদ্দীপনায় কিশোরীরা শিশু কিশোরদের কপালে দই চন্দনের ফোঁটা দিয়ে ভাইফোঁটা উৎসব পালন করেন। এই উৎসবে উপস্থিত  সবাইকে মিষ্টি বিতরণ করা হয়।

যুগ সাগ্নিক মনে করে দরিদ্র জনগনের পাশে না দাঁড়ালে প্রকৃত সাংস্কৃতিক চেতনার স্ফুরণ হতে পারে না। 

এবারের শারদীয় সংখ্যায়, প্রায় চারশোজন কবির কবিতা, পঞ্চাশোর্ধ গল্প, অনুবাদ সাহিত্য, ভ্রমন, রম্যরচনা ও প্রায় কুড়িজন প্রাবন্ধিকের প্রবন্ধ স্থান পেয়েছে।

Joydeb Biswas

Poet Joydeb Biswas studied Bengali literature. In 2015, at the age of 22, he published 'Sahitya Chetona' magazine. Currently two editions of the magazine are published. One is the online version and the other is the printed version. He is the founder and editor of the two editions. facebook twitter youtube instagram whatsapp

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন