অকাল মৃত্যুর কালো দৃশ্য
তোফায়েল তফাজ্জল
***
এরা কারা ভাঙে বৃক্ষের বড়াই ?
ঈষদুষ্ণ স্পর্শ না পেলে ভ্রমর কী দিয়ে ফোটাবে
গীতল কথার কলি ? কী দিয়ে সাজাবে
দখিণা বন্দনা ?
পথে পথে ঢেউ তুলবে কী ভাবে তোরণ ?
এদেরকে ফিরাবে না ? সময়ে যদি না থাকে বৈদ্যুতিক টান,
ঝড়ো গতি না হয় অভিন্ন বৃত্তমুখী,
ঝরে যাবে, পচে যাবে ইচ্ছে –
নিভে যাবে নিয়নের তেজ
ইজ্জতের উগ্র অভিমানে,
লৌহিত ক্ষরণ বাড়বে প্রকাশ ব্যত্যয়ে।
দেখতে কি চাও এমন অকাল মৃত্যুর কালো দৃশ্য ?