অক্ষর, প্রসাদ
সঙ্গীতা জানা
***
সাদাপৃষ্ঠার বুক চিরে উঠে আসছো তুমি
এভাবেই লেখা আসে,
আঙুলের চিহ্ণ স্পষ্ট হয়
কালি কলমের গন্ধ নাকে চেপে বসে উগ্র স্বভাবে
বিষণ্ণ অক্ষর তুলে পঙক্তি সাজাই
দামী ব্রেসিয়ারের মতো বুক জুড়ে
অহঙ্কার ফুটে ওঠে।
ইর্ষা জাগে
নাকের পাতা ফুলে ওঠে
সবকিছু মুখ ফুটে বলা যায়না
তেরো তিথি, চৌদ্দ পার্বণ মিলে সংসার চক্রে জড়িয়ে নিজের পিন্ডি চটকাই সকাল সন্ধ্যে
শ্রাবণমাসের ঘোরদুপুরে দুধকলা সিন্নি খেয়ে ব্রত ভাঙে আমার
আঙুলে জড়িয়ে থাকা ক্ষীর প্রসাদ চেটেপুটে সাফ করি,
খিদেটা থেকেই যায়
বোকারা এমনি এমনিই মরে।
সাদা পাতায় চিত্র ফুটে ওঠে,
এক একটা চরিত্র লেখা হয়। সকলেই পড়ে,
সংক্রামক ব্যাধির মতো ছুঁয়ে যায় তাদের লালচোখ।
নেশাড়ুদের সংখ্যা বাড়ে
কালি,কলমের গন্ধ নাকে চেপে বসে।
রোজই ক্ষত লিখি, লিখতে লিখতে আঁচড় কাটি পৃষ্ঠায়।
কালো কালো অক্ষর ভেসে ওঠে,কবিতা হয়ে যায়।