আশ্বাস
অপর্ণা বসু
***
আমার রক্তকণিকায় বিষাদ
বিবর্ণ দিনগুলো সবুজ হারিয়ে হাহাকারে
ঘিলুতে বাসা বেঁধেছে উপসর্গ
শিরদাঁড়া ভিজে যাচ্ছে অজানা আশঙ্কায়
মরে যাওয়া আলোয় লুকানো টিপটিপে চাঁদ
অবসাদগ্রস্ত যাপনে ছোঁয়াচ বাচিয়ে ভেসে আছে
তার ঈষৎ জোছনা মৃত্যুর মত শীতল
ভয়ে আত্মসাৎ হতে হতে তীব্র লড়াই করছি প্রতিদিন
এই নির্জনাবাসে আমার একমাত্র আশ্বাস
অন্তরঙ্গ অফুরান কবিতাভুবন।