তিলক
পলাশ দাস
***
মেঘের নিচে উড়ছে অজস্র বেলুন
তার নিচে কালো মাথা,না শুকনো ফুলের বৃতি
ঠিক বোঝা যায় না!
এই দুরন্ত চেয়ারের হাতলে ঠেস দিতে দিতে
কিছু প্রশ্ন থেকে যায়
রাতের মতো,সপ্তর্ষি মন্ডলের মতো উজ্জ্বল
এইখানে দাঁড়িয়ে আমি হাতের রেখা
আঙুলের দাগ কেটে কেটে তুলে নি আর
সাজিয়ে দিই সেই কালো মাথা,বৃতি,সপ্তর্ষি
মন্ডলের মতো যা কিছু তার উপরে
রেখার পর রেখা আঁকা হলে
তারা জোট বদ্ধ হয়ে কবিতা হয়ে ওঠে
অভিসাপহীন বেঁচে থাকার স্বপ্ন আঁকতে থাকি
চিত্রকর যেমন আঁকেন
আকাশ,নদী আর ঈশ্বরীর ছবি...