বহুরূপী
জনা বন্দ্যোপাধ্যায়
***
রাস্তায় বহুরূপীর মিছিল !
হেমন্তের সকালে কুয়াশার
জালে ঢেকে যায়
কচি রোদের নিষ্পাপ মুখ !
শীতের ঝলমলে দিন
কখন হয়ে ওঠে
মেঘে ছাওয়া নিদারুণ !
বিশ্বাস, প্রেম, মমতার চেনারূপ
আজ অচেনা !
জীবন দর্পণে নির্লোভও লুব্ধ,
সত্যবাদী মিথ্যুক,
সাধুরা প্রতারক !
সময়ের যান্ত্রিক সিগনালের
সঙ্গে সভ্যতার চলমান
গতিকে এগিয়ে নিয়ে যেতে
ভিড় করেছে শত শত
বহুরূপী মিছিলের দল !