অধিকার করে নিয়েছে মৃত্যু
ফারুক মোহাম্মদ ওমর
***
অপেক্ষা করতে করতে শীত-গ্রীষ্ম পেরিয়ে গেছে
আদরের গন্ধে আঁকা হয়নি লালিত্যের হরফ,
কেমন আছো অতীত বিচ্ছিন্ন প্রিয় আত্মগোপনকারী?
আমার উপশম নেই,
প্রগাঢ় ক্লান্তি জেগে আছে চোখের তলায়।
আজকাল যতোটুকু পেরুই প্রশস্ত হয় কবরের হাতছানি
যেখানে ঘুরে বেড়াই
মিছে অস্তিত্বশীল আমাদের সত্তা
সেখানে ব্যবস্থার ভূত আঁকছে প্রলয়ের মানচিত্র ।
হে পুরুষ্ট শস্য, পুষ্টি দাও সভ্যতাকে
আমার উপশম নেই, শীত নেই ,গ্রীষ্ম নেই
গোপন রক্তক্ষরণ ছাড়া নেই কিছু সম্বল
মানুষের মুখ থেকে মুছে দাও বিষাদের যতিচিহ্ন।
হে স্বতন্ত্র, সমুজ্জ্বল
চলে যাচ্ছি, অধিকার করে নিয়েছে মৃত্যু
আমার কফিন আস্তে আস্তে এগিয়ে চলেছে
গোরস্থানের দিকে
আমি তার পেছন পেছন হাঁটছি।