সম্মোহিত আবেগ
অমিয় মল্লিক
***
হিংস্র খোঁয়াড়ে জাবর কাটে আস্ত শহর
নাকালাবদ্ধ,ছিঃ
বিরূপ দিনগুলো উড়ে যাচ্ছে শুকনো ধূলোর শ্বাসে
অসিদ্ধ কামনা ক্রমশ বিপন্ন আক্রোশে
অন্ধকারের বিজ্ঞাপণে রক্ত লিখছে,রক্ত ভাবছে
ভারী দেওয়াল বেঁয়ে চুঁইয়ে নামছে স্বর্গের নদী
ঠোঁট থেকে ঝেড়ে ফেলে দিচ্ছে লোলুপ স্মৃতি
পিচ্ছিল আঙিনায় নিশ্চুপ স্বপ্নের ভোর
নিরাশার চক্রবূহ্যে হারিয়ে যাচ্ছে চোখ
অন্ধ আবেগে, থুঃ
ধিকৃত জীবনের শিহরণ জাগছে ক্ষণ আলোয়
শুরুর মতো শেষ আসে নিয়মনিষ্ঠায়
তবু প্রতিবাদী হাতে উঠেছে সঞ্জীবনী শিকড়
সম্পর্কের ফাঁকে ফাঁকে দূরারোগ্য ব্যাধির জীবাণু
মাথা থেকে হারিয়ে যাচ্ছে মানবিক বোধ
রূপকথার লন্ঠনে হাত ছেঁকে নিচ্ছে মূক রাক্ষসেরা