ভালোবাসারই কৌমার্য
আযাদ কামাল
***
ভালোবাসারই কৌমার্য নিয়ে শরৎ আসে
রূপালি জোছনায় ভেসে
ফুলে ফুলে ফোটে প্রেম
জানালায় উঁকি দেয় শিশিরের ভোর
মেঘে মেঘে জল নামে
স্বপ্নের পৃথিবীতে...
মন-প্রাণ জেগে ওঠে শরতের ঘ্রাণে
রোদ ও বৃষ্টিতে লুকোচুরি খেলা
মেঘেরা ওড়ে যায় দলে দলে
নীলাকাশ ছুঁয়ে
বাতাসে সাঁতার কাটে
শাপলা শিউলি আর পাখিদের পালক
শরতের রানি চুল নাড়ে দাওয়ায় বসে
শিশিরে ভেজা মুক্তো ঝরে সবুজ ঘাসে।