রিংটোন
বিদ্যুৎলেখা ঘোষ
***
বাইফোকাল বহুদিন
চাঁদোচাইলে ক্রমশ দূরে সরে দুটো চাঁদ
প্রবাসী বাঙালি বিজ্ঞানী কবি শিবলিঙ্গ আর চন্দ্রাভিযান
মেলাতে পারে না বলে ফেসবুকে পোস্টিয়ে
গালাগাল খেলো আমার মতো
কেন না আমিও বলেছিলাম, ধর্ষকরাও অবশেষে প্রাণভিক্ষা পেলে
বেঁচে থাক আমৃত্যু তালি বাজিয়ে নেচেকুঁদে
পনেরো দিন আলো হলে
পনেরো দিন অন্ধকার
আসলে একমাস আলো
একমাস অন্ধকার
রাজপাটে ছ'মাস আলোর বিরিয়ানি
দারিদ্র জারি ছ'মাস
ভীষন স্বার্থপরের মতো
এতোকিছুর পরে আবার... বারবার
চাঁদ ঘিরে ফেলে চন্দ্রসভা
ওই আলো ওই রিং রোড
আজ , কাল , পরশু... তিন , চার, পাঁচ ছ'বার
অবরূদ্ধ তবুও পরিণতি পায় ভ্রুণ
এই দেশ এই চাঁদ তুমি ছেড়ে গেলে
মহাশূন্যে খাঁচা ভরা মিথ্যে হয়ে যাবে ।।