উপলব্ধি
নন্দিনী পাল
***
ওড়ার সময় শেষ হলে
দুরন্ত অন্ধকারে ঝড়ে যায় শেষ পালক
অথচ সারা জীবন
অকারণ নানা রঙে সাজিয়েছি নিজেকে
চাঁদের আলোয় প্রেম খুঁজে
শেষমেষ ঠাঁই মেলে জলন্ত শিখায়
বিদায়বেলায় এক বিন্দু অশ্রুর জন্য
হাত পেতে বসে আছি চৌকাঠে
অথচ সকলে ছাই ঘেঁটে
হাড়ের মধ্যে খুঁজে চলেছে পাপের শেষ চিহ্ণ।