আঁশটে গন্ধ
ছাব্বির আহমেদ
***
দেহের আঁশটে গন্ধে,
ভাঙা জানালায় উঁকি মারে
ভীষণ বর্বরতা।
কাটাকাটি খেলায় বিজয়ী,
নরম মাংসের লোলুপ আস্বাদনে...!
জীর্ণ দেহে রক্তের ফোয়ারা,
দিন ফুরোই কলঙ্কের কালিমা লিপ্ত
জৈবিক মহিমায়.....
নিভৃত অবকাশে মলিনতা,
ঝিঁঝিঁর কণ্ঠস্বরে আঁতকে ওঠে।
রোমস ঝঞ্জায় ভাঙে পোশাকের নির্লিপ্ততা।
রণাঙ্গনে ঝড় ওঠে,
অন্ধকার ভর ক'রে
শিহরণ জাগায় জীবনের খেলায়।
চুঁইয়ে চুঁইয়ে বালিশ ভেজায়.....
শিরা ধমনী ফেটে বেরোয়,
শ্বাশত মনুষ্যত্ববাদী।