বাইশে শ্রাবণ
সরবত আলি মণ্ডল
***
২২ শে শ্রাবণ, রবির কিরণ স্তব্ধ-
অঝোরে বৃষ্টি ঝরছে-
যেন কোটি কোটি হৃদয়ের অনুরাগ
অশ্রুধারা হয়ে ঝরে পড়ছে
মেঘের চোখ থেকে।
আজও মনটা অশান্ত কেন?
বুকের জমাট বাঁধা প্রেম বিগলিত হয়ে
আজ কেন নদীর মতো বহমান?
কারণ আজ ২২ শে শ্রাবণ
তাই মন যেন চেরাপুঞ্জি।
রবী কবি অস্তাচলে-
দীপ্ত চন্দ্রালোকও আজ ঘুমিয়ে পড়েছে,
তাই জলের মতো নিম্নগামী আঁধারে
হাতড়ে খুঁজে চলেছি তোমাকেই।
আমার ব্যথারা আজ পাহাড় - প্রমাণ
তাই ইচ্ছেরা থমকে গেছে চূড়ায়
মেঘের নিরুপণ কাব্য - ময়তায়-
প্রতিবারের মতো সংযমের বাঁধ অপসৃত করে
বৃষ্টি হবে আকাশ ভেঙে,
তাই ২২শে শ্রাবণ ব্যতিক্রমী।
হে রবী কবি,
তুমি সূর্যকে বলে দিও,
- আজ যেন না আসে প্রভাত।
শুনতে যেন না হয়-
প্রাণের রবী ঠাকুরের
তিরোধান দিবস।