ঝড়ের পরে
সুদীপ ঘোষাল
***
শাঁখা খুলে উঠোনে পা বাড়ায় নিয়তির লিখন
কলহ অসুরের শরীরে হিংসা দানা বাঁধে
সন্দিগ্ধ রাত্রিজুড়ে
ছেলেটার চোখের জলে বাঁধ ভেঙে তৈরি হয় ভোরের স্বাবলম্বী রাস্তা
মা ছেলে বেড়িয়ে আসে রাজপথে খোলা হাওয়ায় শ্বাস নেয় মুক্তজীবন
কান্নাভেজা স্মৃতির রাস্তা ধরে তখনও হেঁটে চলে জ্যামিতিক বিন্দু পথ
ছেলেটার বাবা ফাঁকা মানিব্যাগের মত নিকষ আঁধার বয়ে বেড়ায় ঘৃণার দুপুর জুড়ে
রান্নাঘরের পুরোনো ঘ্রাণ, হা হুতাশ উদাস স্মৃতির উঠোন
মনখারাপের বকুল খোঁজে নরম চুড়ির মিষ্টি আওয়াজ
শয্যার ঘেসো সিঁথির পথশোভা হারিয়ে বিন্দু বিষ ভেজায় পাপোষ
বিনম্র এক নরম হৃদয়ে অশ্রু জড়ায় গভীর সন্তানস্নেহ
ভুল বোঝে দূরত্বের বিরহ জীবন।