ভৈরবী
বর্ণশ্রী বক্সী
***
'রাই জাগো রাই জাগো' সুরের আবেশ ছড়িয়ে
সকাল আসে মাছরাঙা নদীর পাড়ে শালুক গাঁয়ে
রসকলির চন্দন নাসারন্ধ্র দিয়ে সম্পূর্ণ শরীর
ভরিয়ে তোলে স্নিগ্ধতায়---
গাড়ি করে যেতে যেতে অনেক দেখেছি ভোর
অন্ধকারের যবনিকা উত্তোলন শেষে নিরালম্ব ।
এখন আর শোনা যায় না ঢেকির পাঠের তালে তাল
ছন্দ ও লয়ের মধুরিমা, সেদ্ধ ধানের মিষ্টি গন্ধে
রোদ্দুর গায়ে মেলে দেওয়া পায়ের খসখসানি,
আমুদে মানুষের জটলার তর্ক ভেসে গেছে দূরে
খন্তেক সময়ের ব্যবধানে গাড়ির হর্ণ আর কোলাহল
সব কেমন ঝাপসা!বৃষ্টির দানায় তৈরি কুহক
একদিন সংসারের যাবতীয় কার্যক্রম শুরু হয়,
শীর্ষ ভূমি ছুঁয়ে অধিগ্রহণ চললেও নিশ্চুপ পরিবেশ
বেঁচে থাকার শর্তে পরিবর্তন ঘটে ।